দুর্নীতির মামলায় কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান
পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছে পাবনার আদালত।
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে নুরুল ইসলাম আজ সোমবার একটি দুর্নীতির মামলায় হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পাবনা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নিত্য নন্দ সরকার এ আদেশ দেন।’
দুদকের সহকারী পরিচালক আতিকুর রহমান আরও বলেন, ‘নুরুল ইসলাম চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১১ সালের ১৮ ডিসেম্বর প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতের ১৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ করেন। ইউনিয়ন পরিষদের এ অর্থ ব্যয়ে কোনো প্রকল্পের খরচের বিল ভাউচার পাওয়া না যাওয়ায় দুদক তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়।’
‘দুদকের দায়ের করা মামলায় চেয়ারম্যানকে দণ্ডবিধির ৪২০/৪৭৭(ক)/৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক চেয়ারম্যান সোমবার পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক নিত্য নন্দ সরকার জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’
পরে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
Comments