৩ কোটি টাকার স্বর্ণের বারসহ রোহিঙ্গা তরুণ আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে তিন কোটি ১৫ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া চোরাকারবারি মো. কলিম (২১) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী বলে বিজিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজিবি ৩৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে কলিম মিয়ানমার সীমান্তের দিক থেকে আসার সময় আটক হন। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ছিল ৩ কোটি ১৫ লাখ টাকা। চোরাকারবারিকে উখিয়া পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার উপপরিদর্শক আজমির হোসেন জানান, স্বর্ণের বার জব্দের ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
Comments