করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের মিলিতাও
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান মৌসুমটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে দলটি। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে তারা। কিন্তু এর আগে ধাক্কা খেয়েছে দলটি। দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, 'রোববার নেওয়া নমুনায় রিয়াল মাদ্রিদ একটি পজিটিভ ফলাফলের কথা জানাচ্ছে, এদের মিলিতাওয়ের কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফল নেগেটিভ এসেছে।'
এর আগে রিয়াল মাদ্রিদের মারিয়ানো দিয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মিলিতাও। স্বাভাবিকভাবেই আগামীকালের ম্যাচে ইন্টারের বিপক্ষে তাকে পাচ্ছে না রিয়াল।
তবে রিয়াল আশা ছাড়ছে না। উয়েফার নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরু ছয় ঘণ্টা আগে করোনা পরীক্ষার ফলাফল দিতে হয়। তাই এর মধ্যে মিলিতাওয়ের আরও একটি পরীক্ষা করাবে তারা। যদি সেখানেও পজিটিভ আসেন তাহলে তিনি যুক্ত হবেন দানি কার্বাহাল, আলভারো অদ্রিওজোলা ও নাচো ফের্নান্দজদের মতো চোটে পড়া ডিফেন্ডারের তালিকায়।
এছাড়া শঙ্কা রয়েছে ব্রাজিলের হয়ে বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলা নিয়েও। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলাকে মোকাবিলা করবে ব্রাজিল। চার দিন পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে যাবে উরুগুয়ের মাঠে।
Comments