পৌরসভা নির্বাচন ডিসেম্বরে শুরু: সিইসি
আগামী ডিসেম্বর থেকে দেশে পর্যায়ক্রমে পৌরসভা নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
আজ সোমবার রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এক বৈঠকের পর তিনি এ কথা জানান। সিইসি বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে এসব নির্বাচন হবে।
‘আমরা পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ভাবছি। আগামী বছর মে মাসের মধ্যে সব নির্বাচন শেষ হবে’, যোগ করেন তিনি।
যেসব পৌরসভার মেয়াদ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে, প্রথম পর্যায়ে এ রকম ২০-২৫টি পৌরসভার নির্বাচন হবে বলে জানান সিইসি।
নির্বাচন আইন অনুসারে, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে পৌরসভা নির্বাচন হওয়ার কথা।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, পৌরসভার প্রথম সভা থেকে পৌরসভার মেয়াদ গণনা শুরু হয়।
তিনি বলেন, ‘বিভিন্ন পৌরসভার প্রথম সভা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়। তাই পৌরসভার মেয়াদ শেষ হয় বিভিন্ন সময়ে। এ কারণে একযোগে সব পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না।’
ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট পৌরসভার সংখ্যা ৩২৯টি। এর মধ্যে ২৩৫টি পৌরসভার মেয়াদ ২০২০ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। আরও ৫৬টির মেয়াদ এপ্রিলে শেষ হবে।
Comments