বিমান পোল্ট্রি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
সাভারে বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে প্রতিষ্ঠানটির এক নিরাপত্তা কর্মী রাজধানীর লালবাগ থানায় এ মামলা করেন।
মামলার বাদী ওই নিরাপত্তা কর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন।
মামলার বাদী দ্য ডেইলি স্টারকে জানান, ডিজিএম মোহাম্মদ আলীর স্ত্রী কয়েক মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত আগস্টে অসুস্থ স্ত্রীকে দেখভালের জন্য তার স্ত্রীকে রাজধানীর আজিমপুরের বাসায় নিয়ে যান। সেখানে গত ৩০ আগস্ট ধর্ষণের শিকার হন তার স্ত্রী।
তিনি বলেন, 'ঘটনাটি কাউকে বললে আমার চাকরি থাকবে না বলে হুমকি দেন তিনি। তারপর থেকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আমার স্ত্রীকে যৌন হয়রানী করেন।'
তিনি আরও বলেন, 'গত মাসে বাসায় ফিরে আমার স্ত্রী বিষয়টি জানায়। লোকলজ্জার ভয়ে আমরা চুপ ছিলাম। কিন্তু, সম্প্রতি ডিজিএম আবার তার বাসায় নেওয়ার জন্য বিভিন্ন হুমকি দিচ্ছিলেন তাই মামলার সিদ্ধান্ত নিই।'
এ বিষয়ে বিমান পোল্ট্রি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Comments