আইপিএলে আর দেখা যাবে না ওয়াটসনকে?

Shane Watson

আইপিএলে সব সময়ের সেরা পারফর্মারদের একজন শেন ওয়াটসন ইতি টানতে চলেছেন তার অভিযান। চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের বরাতে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইপিএলে তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন ওয়াটসন।

ক্রিকবাজ জানায়, দুইবারের টুর্নামেন্ট সেরা এই অলরাউন্ডার তার সতীর্থদের কাছে জানিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্ত। সেরকমটা হলে গত ১ নভেম্বর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি।

আইপিএলের একদম প্রথম আসর থেকে খেলে আসছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জেতেন তিনি। আইপিএলে ১৪৫ ম্যাচে ১৩৭.৯১ স্ট্রাইকরেটে ৩৮৭৪ রান আছে ওয়াটসনের। করেছেন ৪টি সেঞ্চুরি। একটি হ্যাটট্রিকসহ নিয়েছেন ৯২ উইকেট। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ওয়াটসন রাজস্থান ও ব্যাঙ্গালুরুর ফ্রেঞ্চাইজির অধিনায়কত্বও করেছেন।

প্রথম আসরে রাজস্থানকে ফাইনালে তুলতে দিল্লি ডেয়ারডেভিলের বিপক্ষে ২৯ বলে করেছিলেন ৫২ রান, বোলিংয়ে ১০ রানে নিয়েছিলেন ৩ উইকেট। সেবার ৪৭২ রান আর ১৭ উইকেট নিয়ে রাজস্থানের শিরোপা জেতায় বড় অবদান ছিল তার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অম্লমধুর অভিজ্ঞতায় মেশানো দুই মৌসুম কাটিয়ে ২০১৮ সালে তিনি যোগ দেন চেন্নাইতে। সেবার আইপিএলের ফাইনালে ৫৭ বলে ১১৭ রান করে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ৩৯ বছর বয়েসী ক্রিকেটার। ২০১৯ সালেও ফাইনালে চেন্নাইর হয়ে ৫৯ বলে ৮০ রান করেছিলেন ওয়াটসন। তবে সেবার মুম্বাইর কাছে শেষ ওভারে গিয়ে হেরেছিল তার দল।

এবারের মৌসুম খুব একটা উজ্জ্বল হয়নি এই অলরাউন্ডারের। ১১ ম্যাচে মোটে তিনি করেন ২৯৯ রান। প্রথমবারের মতো প্লে অফেও উঠতে ব্যর্থ হয় চেন্নাই।

Comments

The Daily Star  | English

KUET withdraws expulsion of 37 Students, reopens halls

Academic classes are scheduled to resume on May 4

10m ago