‘সবাই মনে করিয়ে দেয় নেপালের সঙ্গে শেষ দুই ম্যাচ হেরেছি’

jamal bhuiyan
ছবি: সংগ্রহ

নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে শেষ দুই দেখাতেই হেরেছিল বাংলাদেশ ফুটবল দল। দলটির বিপক্ষে চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে জেমি ডের শিষ্যরা। জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলাকালীন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, নেপালের বিপক্ষে হারের কথা সবাই তাদের মনে করিয়ে দিচ্ছেন, এতে করে জয়ের খিদেটা বেড়ে গেছে তাদের।

নভেম্বরের ১৩ ও ১৭ তারিখ নেপালের বিপক্ষে ঢাকায় দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলো দিয়েই করোনাভাইরাস বিরতির পর ফিরবে মাঠের ফুটবলও।

২৪ অক্টোবর থেকে তাই পুরোদমে অনুশীলন শুরু করেছেন জাতীয় ফুটবলাররা। তবে এই মুহূর্তে নিজেদের ফিটনেস নিয়ে খারাপ খবর দিলেন জামাল,  ‘সত্যি কথা বলতে দল এখনো পুরো ফিট নয়। আজ আমরা নিজেদের মধ্যে ম্যাচ খেলেছি এবং অনেক সমস্যা পেয়েছি। পুরো ফিটনেস পেতে আমাদের অনেক খাটতে হবে।’

‘আমরা অনেকদিন পর আজ ম্যাচ খেললাম। আমার মনে হয় অন্যদের থেকে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা একটু ফিট।  কারণ তারা ক্লাবের সঙ্গে অনুশীলন করেছে।’

তবে বাকি কয়েকদিনের মধ্যে শতভাগ ফিটনেস পেয়ে যাওয়ার আশা জামালের। মূল লড়াইয়ে নামার আগে ফিটনেসের পাশাপাশি একটা জেদও কাজ করছে ফুটবলারদের। ২০১৩ ও ২০১৮ সালে শেষ দুই দেখাতেই যে নেপাল ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। এবার ওদের বিপক্ষে তাই জিততে মরিয়া থাকার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক,  ‘আমরা যদি ভাল পারফম্যান্স করতে চাই তাহলে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দুই ব্যাপারেই ভাল করতে হবে। আমরা জেতার জন্য ক্ষুধার্ত কারণ সবাই আমাদের মনে করিয়ে দিচ্ছে যে নেপালের সঙ্গে শেষ দুইবার হেরেছি। কাজেই এই ব্যাপারটা আমাদের মাথায় আছে। ম্যাচটা জিততে চাই।’

 

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

14m ago