কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার

Shahin_Hawladar_Patuakhali.jpg
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার | ছবি: সংগৃহীত

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বরশিাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৯ অক্টোবর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় শাহীন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৯ অক্টোবর সন্ধ্যায় কনকদিয়া বাজারে আনছার উদ্দিনের সঙ্গে ইউপি চেয়ারম্যানের দেখা হয়। তিনি আনছার উদ্দিনকে ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নামে গালাগাল শুরু করেন। এর প্রতিবাদ করায় শাহীন হাওলাদার তাকে প্রকাশ্যে মারধর করেছেন। ওই রাতেই আনছার উদ্দিন মোল্লা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Comments