কক্সবাজারে গড়ে তোলা হবে শুটকি প্রক্রিয়াকরণ শিল্প

কক্সবাজারে শুটকি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরেরর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পটি অনুমোদন পায়।
ছবি: সংগৃহীত

কক্সবাজারে শুটকি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরেরর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পটি অনুমোদন পায়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সভার কার্যক্রমে অংশ নেন।

এদিন সভায় দুই হাজার ৪৫৯ কোটি ১৫ লাখ টাকার মোট চারটি প্রকল্প অনুমোদন পায়। সরকারি অর্থায়ন এক হাজার ৬৬৯ কোটি ৩১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৮২ কোটি ১৪ লাখ টাকা ও ৬০৭ কোটি ৭০ লাখ টাকা বৈদেশিক ঋণ নিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

একনেকে অনুমোদন পাওয়া বাকি তিনটি প্রকল্প হলো— পানিসম্পদ মন্ত্রণালয়ের যমুনা নদীর ডান তীরের ভাঙন থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সিংড়াবাড়ী, পাটাগ্রাম ও বাঐখোলা এলাকা সংরক্ষণ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল জেলা মহাসড়কের দুই পাশে আলাদা সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত) এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের আমিনবাজার-মাওয়া-মোংলা চার শ কেভি সঞ্চালন লাইন (১ম সংশোধিত)।

কক্সবাজারে শুটকি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার কাজ আগামী বছরের জানুয়ারি মাস থেকে শুরু হবে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ডিসেম্বর মাসে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago