নির্বাচনী সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা
যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হওয়ায় নির্বাচনী সংঘাতের আশঙ্কা করছেন দেশটির ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রজুড়ে ব্যবসায়ীদের অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাঁচের জানালাগুলো শক্ত কাঠ দিয়ে ঢেকে দিচ্ছেন।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এসব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্যাক্স ফিফথ অ্যভিনিউ, নর্ডস্ট্রম ও ওষুধের দোকান সিভিএস।
আশঙ্কা করা হচ্ছে দেশটির পুঁজিবাজারেও নির্বাচনের প্রভাব পড়বে। গত সপ্তাহে পুঁজিবাজারে দরপতনের পর গতকাল তা আবার চাঙা হয়।
২০০০ সালে ফ্লোরিডায় ভোট পুনর্গণনা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলে পুঁজিবাজারে ৫ শতাংশ দরপতনের প্রসঙ্গ টেনে প্রখ্যাত পুঁজিবাজার বিশেষজ্ঞ ব্রিয়ান গার্ডনার বলেন, ‘নির্বাচনী সংঘাত শুরু হলে পুঁজিবাজারে আবারও দরপতন হবে।’
‘সংঘাতের’ আশঙ্কার কথা উল্লেখ করে গত সপ্তাহে ওয়ালমার্ট জানায় যে সাময়িকভাবে তারা দেশের প্রতিটি স্টোরকে থেকে বিক্রির জন্যে রাখা বন্দুক ও গুলি সরিয়ে নিয়েছে। তবে একদিন পর তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করে।
সংঘাতের আশঙ্কায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালে সে দেশের কয়েকটি অঞ্চল ভ্রমণে সতর্কতা জারি করেছে।
বিভিন্ন জরিপে দেখা গেছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় খানিকটা এগিয়ে রয়েছেন। তবে উভয়েই একে অপরের দিকে ভোট কারচুপির অভিযোগ ছুড়েছেন, যা পরবর্তীতে সংঘাত সৃষ্টি করতে পারে বলে অনেকের আশঙ্কা।
Comments