মেসি প্রসঙ্গে সেতিয়েনের সঙ্গে একমত নন কোমান

'বার্সেলোনায় আমি নিজের মতো করে থাকতে পারিনি… লিওকে সামলানো কঠিন। তারা (বার্সা) যেখানে এত বছর ধরে তাকে তার মতো করে গ্রহণ করেছে এবং বদলাতে চায়নি, সেখানে আমি তাকে পাল্টানোর কে!' দুদিন আগে স্প্যানিশ গণমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা অধিনায়ক লিওনেল মেসি প্রসঙ্গে এমনটাই বলেছিলেন সাবেক কোচ কিকে সেতিয়েন। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মেসির কারণে বার্সায় ঠিকঠাকভাবে কাজ করতে পারেননি তিনি।
সেতিয়েনকে ছাঁটাই করার পর বার্সেলোনায় যোগ দিয়েছেন রোনাল্ড কোমান। শুরু থেকেই নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো নয় বলেও গুঞ্জন রয়েছে। তাহলে সত্যিই মেসিকে সামলানো কঠিন?
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের সম্মুখীন হলেন কোমান। ডাচ কোচের উত্তর, 'আমার কাছে, লিও খুবই ভালো একজন খেলোয়াড়। পৃথিবীর সেরা। প্রতিদিনই, আমি তার উচ্চাশা ও জয়ের আকাঙ্ক্ষা দেখতে পাই। তার সঙ্গে আমার কোনো সমস্যা দেখতে পাইনি। আমার জন্য, সে অধিনায়ক। আমি তার সঙ্গে প্রতি সপ্তাহে মাঠের বিষয়গুলো নিয়ে কথা বলি এবং ড্রেসিং রুমেও।'
এরপর সেতিয়েনের মন্তব্য সম্পর্কে দ্বিমত প্রকাশ করে বলেন, 'আমি তার সঙ্গে একমত নই, তবে আমি সেতিয়েনকে শ্রদ্ধা করি। সে যদি এটা ভেবে থাকে তাহলে সে হয়তো অন্যভাবে ভেবেছে।'
বার্সায় সময়টা ভালো কাটেনি সেতিয়েনের। লা লিগায় শীর্ষে থাকা দলটির দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত শীর্ষে রাখতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে তো ভরাডুবি হয়। অবশ্য সেতিয়েনের মতো না হলেও অবস্থা ভালো নয় কোমানেরও। লা লিগায় শেষ চার ম্যাচে জয় নেই। পয়েন্ট পেয়েছেন মাত্র দুই। যে কারণে সমালোচিত হচ্ছেন তিনি। আর এ বিষয়গুলো মেনে নিয়েছেন এ ডাচ কোচ, 'আমি সমালোচনা বুঝতে পারি। চারটি ম্যাচ থেকে দুটি পয়েন্ট পাওয়া ভালো কিছু নয়। সমালোচনা করা স্বাভাবিক। আমি এটি গ্রহণ করি, আমি এটা (হারের দায়) নিচ্ছি এবং আমি বিষয়গুলোর উন্নতির জন্য কাজ করে যাব।'
'কোনও দিনই বাজে হয় না কারণ দিনশেষে সবসময় কিছু করার থাকে, ম্যাচ জিতে নেওয়াই গুরুত্বপূর্ণ। ভক্তদের কাছ থেকে আমার প্রচুর মন্তব্য পেয়েছি, যারা খুশি। (শেষ চারটি খেলা থেকে) লা লিগায় দুটি পয়েন্ট নিয়ে (তারা খুশি নয়)। আমরা এমন একটি দল যারা প্রতি খেলায় সর্বাধিক সুস্পষ্ট সুযোগ তৈরি করেছি। আমাদের এ বিষয়ে (গোল করা) উন্নতি করতে হবে। আমাদের পরিসংখ্যান নিয়ে আমি খুশি নই। তবে চিত্রগুলো ইতিবাচক।' -যোগ করে আরও বলেন এ কোচ।
Comments