পপুলার ও ইলেকটরাল ভোটে বাইডেন এগিয়ে
এখন পর্যন্ত প্রাপ্ত ভোট গণনায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পপুলার ও ইলেকটরাল ভোটে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন।
সর্বশেষ হিসাবে বাইডেন পপুলার ভোট পেয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ১৬টি ভোট যা মোট ভোটের ৪৯ দশমিক ৭৭ শতাংশ।
অন্যদিকে, ট্রাম্প পপুলার ভোট পেয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৯৯৩টি ভোট যা মোট ভোটের ৪৮ দশমিক ৬২ শতাংশ।
পপুলার ভোট যিনি যতোটাই পান না কেনো বিজয়ী হতে প্রার্থীকে ২৭০টি ইলেকটরাল ভোট পেতে হবে।
নিউইয়র্ক টাইমস জানায়, বাইডেন ইলেকটরাল ভোট পেয়েছেন ২২৫টি ও ট্রাম্প পেয়েছেন ২১৩টি।
আল জাজিরার সংবাদে বলা হয়, বাইডেন পেয়েছেন ২৩৮টি ও ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটরাল ভোট।
যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২৯টির প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ২১টিতে এগিয়ে বাইডেন।
ট্রাম্পের এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে রয়েছে ফ্লোরিডা, আলাবামা, আরকানসাস, ইন্ডিয়ানা, লুসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, সাউথ ক্যারোলিনা ও ওয়েস্ট ভার্জিনিয়া।
বাইডেনের এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, নিউ মেক্সিকো, ক্যালিফোর্নিয়া, কলারাডো, ইলিনয়স, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া ও ওয়াশিংটন।
Comments