'চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর্যায়ে নেই বার্সেলোনা'
নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে শুরুটা ভালো করলেও বর্তমানে বাস্তবতা টের পাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। লা লিগায় শেষ চার ম্যাচে জয় পায়নি দলটি। পয়েন্ট তালিকায় সেরা দশেই নেই তারা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলছে দলটি। তবে যতোই ভালো খেলুক বর্তমান সময়ে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো দলদের হারিয়ে শিরোপা জয়ের মতো পর্যায়ে কাতালান ক্লাবটি নেই বলে মনে করেন ডায়নামো কিয়েভের কোচ মিরসিয়া লুকেস্কু।
আজ বুধবার রাতে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে লুকেস্কুর দল ডায়নামো কিয়েভ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার শিরোপা সম্ভাবনা নিয়ে কথা বলেন এ কোচ, 'আমার কাছে মনে হয় না এ মুহূর্তে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো পর্যায়ে আছে। বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেই আরও বেশি ভালো অবস্থানে আছে।'
তবে কেন এমনটা বলেছেন তার যুক্তিও দিয়েছেন লুকেস্কু। নতুন কোচের অধীনে এখনও দলটি গুছিয়ে উঠতে পারেননি বলে মনে করেন এ রোমানিয়ান কোচ, 'বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর বোঝা গিয়েছে বার্সেলোনার অনেক পরিবর্তন প্রয়োজন। তাদের দলে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে। তবে সবকিছু ঠিক হতে তাদের সময়ের দরকার।'
দলকে গোছানোর জন্য কোমানের কমপক্ষে ছয় মাস সময় প্রয়োজন বলে মনে করেন লুকাস্কু, 'তাদের দলে লিওনেল মেসির মতো খেলোয়াড় আছে, যে খুবই গুরুত্বপূর্ণ। একজন নতুন কোচের কমপক্ষে ছয় মাস দরকার তাদের একটা ভিন্ন দলে পরিণত করতে। বার্সেলোনা লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলছে, কারণ ঘরোয়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী দলগুলো তাদের সম্পর্কে খুব ভালো জানে।'
Comments