চট্টগ্রামে সাংবাদিক অপহরণ: অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে মামলা
চট্টগ্রামে সাংবাদিক অপহরণের ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর কোতয়ালী থানায় মামলা করেন অপহরণের শিকার সাংবাদিক গোলাম সরোয়ার।
এর আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গোলাম সরোয়ার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের অফিসে আসেন এবং মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার এবং অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক।
তবে মিডিয়াকর্মীদের সঙ্গে আলাপের সময় নানান কারণে মামলা করতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে তিনি ইউনিয়নের সিনিয়র নেতাদের নিয়ে মামলাটি দায়ের করেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন মামলার কথা নিশ্চিত করেছেন।
কারা তাকে নিয়ে যেতে পারেন বা কী কারণে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, খবরের কারণেই তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। তবে কারা এর সঙ্গে যুক্ত ছিল সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনা যেন আর কোনো সাংবাদিকের সঙ্গে না ঘটে।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী বলেন, ‘ইউনিয়নের পক্ষ থেকে গোলাম সরোয়ারকে মামলা পরিচালনা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করা হবে। তার মামলা পরিচালনার জন্য ইউনিয়নের পক্ষ থেকে আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরোয়ার। ১ নভেম্বর রাত ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহাসড়কের পাশে থেকে গোলাম সরোয়ারকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
Comments