খেলা

শততম ম্যাচে উজ্জ্বল মোরাতা, জয়ে ফিরল জুভেন্টাস

ফেরেন্সভারোসকে ৪-১ গোলে হারিয়েছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
juventus
ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ফেরেন্সভারোসের মাঠে বড় জয় পেয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি আর শিরোপাধারীদের জার্সিতে শততম ম্যাচে জোড়া গোল করেন আলভারো মোরাতা।

বুধবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ফেরেন্সভারোসকে ৪-১ গোলে হারিয়েছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। স্প্যানিশ স্ট্রাইকার মোরাতার নৈপুণ্যের পর গোলরক্ষক দেনেস দিবুসের হাস্যকর ভুলে আরও দুটি গোল হজম করে স্বাগতিকরা।

বদলি নামার ছয় মিনিটের মধ্যে জালের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। অন্য গোলটি আত্মঘাতী। একেবারে শেষ মুহূর্তে হাঙ্গেরির ক্লাবটির হয়ে ব্যবধান কমান ফ্রাঙ্ক বোলি।

আগের ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল জুভরা। একই ব্যবধানে দিনামো কিয়েভের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরু করেছিল তুরিনের বুড়িরা।

পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রচুর সুযোগ তৈরি করে সফরকারীরা। তাদের জয়ের ব্যবধান হতে পারত আরও বড়, যদি না একাদশে ফেরা ক্রিস্তিয়ানো রোনালদো বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করতেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বার্সার বিপক্ষে গত ম্যাচে খেলা হয়নি তার।

morata
ছবি: টুইটার

৩৬তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও তালগোল পাকান পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। মোরাতার পাসে গোলমুখে বল পেয়ে গিয়েছিলেন তিনি। সামনে ফাঁকা জাল। কিন্তু অবিশ্বাস্যভাবে ঠিকমতো শট নিতে পারেননি তিনি।

বিরতির ঠিক পরপরই রোনালদোর ফ্রি-কিক সহজেই লুফে নেন দিবুসে। এরপর ৫৭তম মিনিটে ফের হতাশ করেন তিনি। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে নেন কোণাকুণি শট। তবে তা পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

তিন মিনিট পরই অবশ্য মোরাতার দ্বিতীয় গোলে অবদান রাখেন রোনালদো। তার বাড়ানো বলে ডান পায়ের জোরালো শটে দর্শনীয় উপায়ে লক্ষ্যভেদ করেন দ্বিতীয় দফায় জুভেন্টাসে নাম লেখানো এই তারকা।

এর আগে খেলা শুরুর মাত্র সাত মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল জুভরা। হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে রোনালদো ফ্লিক করতে ব্যর্থ হলে পেছনে থাকা মোরাতা আলতো টোকায় বল পাঠান জালে।

dybala
ছবি: টুইটার

৭২তম মিনিটে নিশানা ভেদ করেন দিবালা। সতীর্থের ব্যাক-পাস নিয়ন্ত্রণে নিতে না পেরে পিছলে পড়ে যান গোলরক্ষক দিবুসে। ফাঁকা জালে বল পাঠাতে কোনো পরীক্ষা দিতে হয়নি দিবালাকে।

নয় মিনিট পর ফের অমার্জনীয় এক ভুল করে বসেন দিবুসে। এরপর দিবালার শট তার গায়ে লেগে যাচ্ছিল গোলপোস্টের দিকে। কিন্তু বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লাশা ডিভালি।

৮৯তম মিনিটে স্কোরলাইন ৪-১ করে ফেরেন্সভারোস। বোলির প্রথম শট জুভ গোলরক্ষক ভোইচেখ স্ট্যান্সনির হাঁটুতে লেগে তার কাছেই ফিরে আসে। দ্বিতীয়বারের চেষ্টায় সফল হন তিনি।

গ্রুপের আরেক ম্যাচে দিনামো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জুভেন্টাস। তিনে থাকা দিনামো ও চারে থাকা ফেরেন্সভারোসের পয়েন্ট সমান ১ করে।

Comments

The Daily Star  | English

Cyber Security Agency exists only in name

In December 2018, when the Digital Security Agency was formed under the Digital Security Act, it was hoped that the cybersecurity of important government sites with critical citizen data such as the Election Commission’s national identity database and the Office of the Registrar of Birth and Death  would be robust.

8h ago