জয়পুরহাটে তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী তরুণীর মা র্যাবের কাছে অভিযোগ করেন। তিনি বাদী হয়ে রাতে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দোগাছী ইউনিয়ন পরিষদের ওই সদস্য তার এলাকায় আদম ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাস খানেক আগে তিনি ওই তরুণীকে ভালো বেতনের চাকরি নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রস্তাব দেন। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ভুক্তভোগী সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন।’
‘গতকাল বিকালে পাসপোর্ট করানোর কথা বলে ডেকে নিয়ে কৌশলে একটি বাড়িতে আটকে ইউপি সদস্য তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে ইউপি সদস্য পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন’— বলেন মোহাইমেনুর রশিদ।
Comments