পেনসিলভেনিয়ার ২৬ লাখের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ভোট গণনা এখনও বাকি

আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এখনও চলছে ভোট গণনা। মেইলে আসা ভোটের ৭১ শতাংশ গণনা শেষ হয়েছে বলে রাজ্যটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ভোট গণনা চলছে। ছবি: রয়টার্স

আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এখনও চলছে ভোট গণনা। মেইলে আসা ভোটের ৭১ শতাংশ গণনা শেষ হয়েছে বলে রাজ্যটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও রাজ্যটির ২৬ লাখ ভোটের মধ্যে সাত লাখ ৬৩ হাজার ভোট গণনা বাকি রয়েছে।

রাজ্যের বৃহত্তম ফিলাডেলফিয়া এবং অ্যালিগেনি কাউন্টি থেকে ফলাফল শিগগির পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সিএনএন।

ডেমোক্র্যাটদের দুর্গ বলে পরিচিত ফিলাডেলফিয়া কাউন্টিতে মেইলে আসা এক লাখ ২০ হাজার ভোট গণনা বাকি রয়েছে। এই ব্যালটের ৭০ শতাংশই রেজিস্টার্ড ডেমোক্র্যাটদের দেওয়া এবং ২০ শতাংশ রেজিস্টার্ড রিপাবলিকানদের।

অ্যালিগেনি কাউন্টিতে মেইলে আসা ৪৬ হাজার ভোট গণনা বাকি রয়েছে।

জর্জিয়া অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টিতে ১৪ হাজার ব্যালট গণনা বাকি রয়েছে বলে জানিয়েছেন ঐ কাউন্টির নির্বাচন পরিচালক রিচার্ড ব্যারন। তিনি জানিয়েছেন, প্রতি ঘণ্টায় তারা প্রায় তিন হাজার ব্যালট গণনা করতে পারছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পেনসিলভেনিয়াতে এখন পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প এবং রাজ্যটিতে ৮৯ শতাংশ ভোট গণনা শেষ। সেখানে এখন পর্যন্ত ট্রাম্প ৩২ লাখ ১৫ হাজার ৯৬৯টি এবং বাইডেন ৩০ লাখ ৫১ হাজার ৫৫টি পপুলার ভোট পেয়েছেন।

জর্জিয়াতে প্রায় ৯৫ শতাংশ ভোট গণনা শেষ। এখন পর্যন্ত এই রাজ্যে ট্রাম্প ভোট পেয়েছেন ২৪ লাখ ২৯ হাজার ৭৮৩টি। বাইডেন তার চেয়ে মাত্র ২৩ হাজার ৯ ভোটে পিছিয়ে রয়েছেন।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago