লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

মসজিদের খাদেমসহ ৪ জনের ৩ দিন করে রিমান্ড, গ্রেপ্তার আরও ২

ছবিটি ফেসবুক থেকে নেওয়া

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলীসহ চার জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম এ আদেশ দেন। বাকি তিন জন— আনোয়ার হোসেন, রবিউল ইসলাম ও মেহেদী হাসানের বাড়ি উপজেলার বুড়িমারী এলাকায়।

হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আজ ভোররাতে অভিযান চালিয়ে আবু নাঈম ও আব্দুল গনি নামে আরও দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে মোট ২৩ আসামিকে গ্রেপ্তার করা হলো।

কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের পাশে বুড়িমারী বাজারে শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। জুয়েল রংপুর শহরের মৃত আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

আরও পড়ুন:

গুজব রটনাকারী আবুল হোসেনকে খুঁজছে পুলিশ

জুয়েল হত্যা: ৫ আসামির ৩ দিন করে রিমান্ড

Comments

The Daily Star  | English

Trump calls for Iran's 'unconditional surrender' as Israel-Iran air war rages on

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

6h ago