অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৭
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার ভোরে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৪ নারী, ২ শিশু ও একজন পুরুষকে আটক করা হয়।
আটককৃতরা হলো - লাবনী বেগম (২০) ও তার দেড় বছরের এক কন্যাশিশু, হাসিনা বেগম (২০), জালাল উদ্দিন (৩৫), ফিরোজা হাওলাদার ( ৩২) তার স্ত্রী জোসনা বেগম (২৮) এবং তার দুই বছর বয়সী ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহআলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুটখালি সীমান্ত দিয়ে অবৈধভাবে কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শিশু, নারী পুরুষসহ সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
Comments