নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ইলমদি আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Narayanganj_Robber_6Nov20.jpg
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ইলমদি আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ রাতে ইলমদি আমবাগান এলাকায় দুর্বৃত্তের কবলে পড়েন আরমান হোসেন নামে এক ব্যক্তি। তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। লেট নাইট ডিউটি শেষে আরমান মোটরসাইকেলে আড়াইহাজার উপজেলার খাগকান্দা এলাকায় বাড়িতে ফিরছিলেন। দুর্বৃত্তরা তাকে মারধর করে বেঁধে রাখে। ভোরে স্থানীয় বাসিন্দারা দেখেন অপরিচিত দুই জন ব্যক্তি আরমানের মোটরসাইকেল চালু করার চেষ্টা করছেন। তারা ডাকাত সন্দেহে দুজনকে ধাওয়া দেয়। এক জন পালিয়ে যায়, আরেক জনকে স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরমান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ইলমদি আমবাগানের কাছে এসে দেখি কলাগাছ ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। মোটরসাইকেল দাঁড় করাতেই পাঁচ থেকে ছয় জন আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং মারধর করে বেঁধে রাখে। ভোরে মাইকে ঘোষণা শোনা যায় এলাকায় ডাকাত পড়েছে। তারপর স্থানীয় বাসিন্দারা এসে আমাকে উদ্ধার করে।’

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

8h ago