ট্রাম্প-বাইডেন: সমান সমান

ব্যাটেলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রতিযোগিতায় ইতিহাস সৃষ্টি করছেন।

ব্যাটেলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রতিযোগিতায় ইতিহাস সৃষ্টি করছেন।

সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী জর্জিয়ায় এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনায় ট্রাম্প ও বাইডেন উভয়েই ৪৯ দশমিক চার শতাংশ করে ভোট পেয়েছেন।

 প্রাথমিক ভোট গণনায় ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ১৮৩টি ভোট এবং বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৭ হাজার ৫১৮টি ভোট।

বাকি এক শতাংশ ভোট গণনার উপর নির্ভর করছে জর্জিয়ায় কে বিজয়ী হবেন। বাইডেন বিজয়ী হলে ১৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ম্যাজিক সংখ্যা ২৭০ ছুঁয়ে ফেলবেন।

আরও পড়ুন:

জর্জিয়ায় ৯১৭ ভোটে এগিয়ে বাইডেন: এপি

‘সহিংস’ বক্তব্যের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রুপ সরিয়ে ফেলেছে ফেসবুক

হোয়াইট হাউসের আরও কাছে বাইডেন

সমর্থকদের শান্ত থাকতে বললেন বাইডেন, ট্রাম্পের নিন্দায় রিপাবলিকানরাও

হোয়াইট হাউজের পথে বাইডেন, আইনি উপায় খুঁজছেন ট্রাম্প

ভাগ্য নির্ধারণে পেনসিলভেনিয়া, নেভাদা, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা ও আলাস্কা

আদালত নির্বাচনের ফল নির্ধারণে ভূমিকা রাখবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা

জর্জিয়ায়ও ট্রাম্পের ঘাড়ে নিশ্বাস ফেলছেন বাইডেন

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago