জর্জিয়া ও পেনসেলভেনিয়াতে হারলে ট্রাম্পের সম্ভাবনা শেষ

Donald Trump-11.jpg
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

জর্জিয়ার ১৬টি ও পেনসেলভেনিয়ার ২০টি ইলেকটোরাল কলেজ ভোট ছাড়া প্রয়োজনীয় ২৭০টি ভোট পাবেন না ডোনাল্ড ট্রাম্প। এই দুই রাজ্যের ফলাফলের ওপর নির্ভর করছে ট্রাম্পের ভাগ্য।

জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা হয়েছে। সেখানে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এদিকে, গুরুত্বপূর্ণ রাজ্য পেনসেলভেনিয়ায় বাইডেন মাত্র ১৮ হাজার ভোটে পিছিয়ে আছেন। রাজ্যটিতে ডেমোক্রেটদের শক্তিশালী দুর্গ ফিলাডেলফিয়াসহ আরও কিছু এলাকার ভোট এখনো গোণা বাকি বলে এএফপি জানিয়েছে।

এ মুহূর্তে বাইডেন মোট ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। পেনসেলভেনিয়া ও জর্জিয়ায় ট্রাম্পের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। সেখানে বাইডেনের অবস্থা আশাব্যঞ্জক।

এ ছাড়া, আলাস্কা, অ্যারিজোনা, নেভাদা ও উত্তর ক্যারোলিনা এই চার রাজ্যের ভোট গণনা এখনো শেষ হয়নি। ট্রাম্প আলাস্কা ও উত্তর ক্যারোলিনায় এগিয়ে আছেন। আর অ্যারিজোনা ও নেভাদায় এগিয়ে আছেন বাইডেন।

আরও পড়ুন:

২৪ ঘণ্টায় ট্রাম্পের ১৬ টুইট, ৭টিই ‘বিভ্রান্তিকর’

ফিলাডেলফিয়ার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ

জর্জিয়ায় ৯১৭ ভোটে এগিয়ে বাইডেন: এপি

‘মিথ্যা’ দাবি, ট্রাম্পের সংবাদ সম্প্রচার বন্ধ করে দিলো ৩ টিভি চ্যানেল

‘সহিংস’ বক্তব্যের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রুপ সরিয়ে ফেলেছে ফেসবুক

হোয়াইট হাউসের আরও কাছে বাইডেন

Comments