৫ একর জমির ফসল নষ্টের অভিযোগ
জমি নিয়ে বিরোধের জেরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে কৃষকদের বপন করা প্রায় ৫ একর জমির কলা গাছ ও মাসকলাই কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা।
থানায় অভিযোগ দায়েরের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনা তদন্ত শুরু করছে। এ ঘটনায় কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’
চর ভবানিপুর গ্রামের কৃষক জামাল প্রামাণিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চর-ভবানিপুর গ্রামের ৪০৫১ ও ৪২০৭ দাগের প্রায় ৫ একর ৯২ শতাংশ জমিতে চরের কয়েকজন কৃষক কলাগাছ ও মাসকলাই আবাদ করে। গত ২ নভেম্বর দুর্বৃত্তরা খেতের কলাগাছ ও মাসকলাই কেটে উপড়ে ফেলে। এতে প্রায় তিন লাখ টাকার ফসলের ক্ষতি করেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।’
চাষিরা জানান, ১৯৪৮ সালে সরকারি নিলামে চরভবানীপুর মৌজায় এসব জমি কিনে চাষাবাদ শুরু করেন তাদের পূর্বপুরষ। সর্বশেষ হালনাগাদ বছরের খাজনাও দিয়েছেন তারা। এরপরেও, গত কয়েক বছর ধরে কেনা সম্পত্তি দাবি করে জমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকী ও হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা।
ইতোপূর্বে তাদের লোকজন কয়েক বার জমি দখল নিতে এসেছে বলেও জানান তারা।
যোগাযোগ করা হলে অভিযুক্ত জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বাড়ি বাকি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘জমির প্রকৃত মালিক আমরা হলেও কৃষকরা জোরপূর্বক গত কয়েকবছর ধরে জমিতে চাষাবাদ করছে।’
হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা বলেন, ‘কৃষকরা চরের যে জমির মালিকানা দাবি করে আসছে তা অন্য গ্রামে আছে। এখানে কৃষকদের জমির মালিকানা নেই।
Comments