তিস্তার চরে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায় তিস্তা নদীর চরে হাত-পা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শাহিনা বেগম (৪৪) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
শাহিনা আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চৈতারমোড় গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ওই নারী গ্রামে কবিরাজ হিসেবে পরিচিত। শুক্রবার সন্ধ্যায় কবিরাজী কাজে তিনি বাড়ির বাইরে গেলে আর ফিরে আসেননি।
শাহিনার মেয়ে তানজিনা খাতুন (২২) বলেন, লালমনিরহাট সদর উপজেলার এক ব্যক্তি অনেকদিন থেকে তার মাকে বিরক্ত করে আসছিল। হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
Comments