দ্বিতীয় ম্যাচে সালমার আঁটসাঁট বোলিং

আগের ম্যাচ সাদামাটা কেটেছিল সালমা খাতুনের। এদিন পেয়েছিল পুরো ৪ ওভার বল করার সুযোগ। তাতে আঁটসাঁট বোলিং করেন বাংলাদেশের স্পিনার। যদিও শেষ পর্যন্ত কাছে গিয়েও হেরেছে তার দল ট্রেইলব্লেজার্স।
উইম্যান টি-২০ চ্যালেঞ্জে শনিবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সালমাদের ট্রেইলব্লেজার্সকে ২ রানে হারিয়েছে সুপারনোভাস।
আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৬ রান করেছিল সুপারনোভাস। ওই রান তাড়া করতে গিয়ে পুরো ২০ ওভার খেলে ১৪৪ রানে থামে ট্রেইলব্লেজার্স।
দল হারলেও বল হাতে বেশ সফলই বলা যায় সালমাকে। ইনিংসের দশম ওভারে বল হাতে পান সালমা। ওই ওভার থেকে দেন ৫ রান। পরের ওভারেই আসে সাফল্য। মাত্র ২ রান দিয়ে এবার তিনি প্রিয়া পূর্নিয়াকে আউট করে দেন। তৃতীয় ওভারেও মিথব্যায়ী সালমা। দেন কেবল ৪ রান।
প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট। এই দারুণ ফিগার অবশ্য শেষ ওভারে মার খেয়ে কিছুটা বিবর্ণ হয়ে যায়। সালমার শেষ ওভার থেকে ১৪ রান নিয়ে নেয় সুপারনোভাসের ব্যাটাররা।
রান তাড়ায় অধিনায়ক স্মৃতি মান্দানা আর ডেন্ড্রা ডটিন ভালো শুরু পেয়েছিলেন। রান পেয়েছিলেন দীপ্তি শর্মা। হারলিন দেউল তুলেছিলেন ঝড়। কিন্তু শেষে গিয়ে সমীকরণ মেলাতে পারেনি ট্রেইলব্লেজার্স।
Comments