ভোটাররা স্বপ্ন, সাম্য এবং সততাকে বেছে নিয়েছেন: হ্যারিস

কমলা হ্যারিস। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া কমলা হ্যারিস বলেছেন, ভোটাররা স্বপ্ন, সাম্য এবং সততাকে বেছে নিয়েছেন।

আজ রোববার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া ভাষণে এ কথা বলেন কমলা হ্যারিস। ফক্স নিউজ বিষয়টি জানায়।

হ্যারিস বলেন, ‘আমাদের বেঁচে থাকার জন্য আমেরিকানরা সাম্য এবং ন্যায়বিচারের পক্ষে ভোট দিয়েছেন। আপনারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছেন, আপনারা স্বপ্ন, সাম্য এবং সততাকে বেছে নিয়েছেন।’

হ্যারিস নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করে বলেন, ‘জো একজন পরীক্ষিত এবং অবিচল ব্যক্তিত্ব। তার অভিজ্ঞতা জাতিকে পুনরূদ্ধারে সহায়তা করবে।’

প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হতে পেরে হ্যারিস সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘যেসব নারী ভোটদানের মতো মৌলিক অধিকারের জন্য লড়াই করছেন আমি তাদের সঙ্গে আছি।’

ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট আরও বলেন, ‘আজকে রাতে আমি তাদের সংগ্রাম, দৃঢ় প্রত্যয় ও সাহসের ফল পেয়েছি।’

তিনি বলেন, ‘আমি এই অফিসের প্রথম নারী হতে পারি, কিন্তু আমিই শেষ নই। আজ রাতে প্রতিটি নারী দেখেছে একটি সম্ভাবনার দেশকে।’

‘আমাদের দেশকে ঐক্যবদ্ধ করা এবং জাতিকে পুনরুদ্ধারের করে এগিয়ে যাওয়ার রাস্তা সহজ হবে না। কিন্তু, আমেরিকা প্রস্তুত। জো এবং আমিও প্রস্তুত,’ বলেন কমলা হ্যারিস।

আরও পড়ুন:

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট বাইডেন

এক নজরে জো বাইডেন

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago