লাল-নীল রাজ্য নয়, আমাদের স্বপ্ন শুধুই যুক্তরাষ্ট্র: বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই যেখানে বিভক্তি নয় বরং সবাই ঐক্যবদ্ধ থাকবে। যেখানে লাল-নীল রাজ্য নয়, আমাদের স্বপ্নে থাকবে শুধুই যুক্তরাষ্ট্র।
জো বাইডেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই যেখানে বিভক্তি নয় বরং সবাই ঐক্যবদ্ধ থাকবে। যেখানে লাল-নীল রাজ্য নয়, আমাদের স্বপ্নে থাকবে শুধুই যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ডেলাওয়ারের উইলমিংটনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। ফক্স নিউজ বিষয়টি জানায়।

বাইডেন জয়ের আনন্দ উৎসবকে প্রত্যাশার উৎসব হিসেবে অভিহিত করে বলেন, ‘আগামীকাল আরও ভালো একটি দিন আসবে।’

তিনি বলেন, ‘এখন সময় আমেরিকা নির্মাণের।’

ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের এগিয়ে যেতে হলে প্রতিপক্ষকে শত্রু হিসেবে গণ্য করা বন্ধ করতে হবে। তারা আমাদের শত্রু নয়, তারা আমেরিকান।

বিরোধী পক্ষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আজ রাতে আমি তাদের হতাশাকে বুঝতে পেরেছি। তবে, আমাদের উচিৎ একে অপরকে সুযোগ দেওয়া। এখন বাকবিতণ্ডা দূরে সরিয়ে দিতে হবে। আমাদের এগিয়ে যেতে প্রতিপক্ষের সঙ্গে বিরূপ আচরণ বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যেমন সহযোগিতা না করার সিদ্ধান্ত নিতে পারি, তেমনভাবে সহযোগিতা করারও সিদ্ধান্ত নিতে পারি।

তিনি আরও বলেন, ‘তারা চায় আমরা তাদের স্বার্থে সহযোগিতা করি। আমার নিজেরও এটি পছন্দ। আমি তাই করবো।’

বাইডেন জানান, আমেরিকানরা আমার মাঝে যে আস্থা ও আত্মবিশ্বাস রেখেছে তা দেখে আমি আপ্লুত।’

‘আমি যুক্তরাষ্ট্রকে পুনর্গঠন, এই জাতির মেরুদণ্ড, মধ্যবিত্তদের পুনর্গঠন এবং দেশকে আবার বিশ্বের মাঝে সম্মানিত করতে এই বিজয় চেয়েছিলাম,’ বলেন বাইডেন।

আরও পড়ুন:
 

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates of 30 out of 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

2h ago