অস্ত্র-মাদক মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
irfan selim
ইরফান সেলিম। ছবি: প্রথম আলোর সৌজন্যে

রাজধানীর চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আসামিদের মাদক দুই দিন করে এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম অস্ত্র মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চকবাজার থানার পরিদর্শক মো. দেলোয়ার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।

অবৈধ আগ্নেয়াস্ত্র বহন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে গত ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়। ওই দিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক জানিয়েছিলেন, ইরফান সেলিমের কাছে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য আছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

এর আগে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে লাঞ্ছিত করার মামলায় র‌্যাব তাদের আটক করে।

আরও পড়ুন:

ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

Comments