নেপালের বিপক্ষে ম্যাচ দুটি বঙ্গবন্ধুকে উৎসর্গ

এশিয়া জুড়ে খেলবে বাংলাদেশের ফুটবলাররা, স্বপ্ন সালাহউদ্দিনের

ছবি: ফিরোজ আহমেদ

পাঁচ মাসের জন্য জামাল ভূঁইয়া যোগ দিয়েছেন কলকাতা মোহামেডানে। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ শেষে ভারতে উড়ে যাবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। জামালের দেশের বাইরে খেলতে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন কাজী সালাহউদ্দিন। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নিজের স্বপ্নের কথাও জানিয়েছেন।

নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ দুটিকে সামনে রেখে রবিবার বাফুফে কার্যালয়ে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। সেখানে নানা আলাপের ভিড়ে উঠে আসে জামালের ভারতের আই লিগের ক্লাবটিতে নাম লেখানোর প্রসঙ্গ।

এক প্রশ্নের জবাবে টানা চারবার বাফুফের সভাপতি নির্বাচিত হওয়া সালাহউদ্দিন বলেছেন, ‘জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানে যোগ দিয়েছে। এটা দারুণ। এটা কোনো সমস্যা না। আমি তো চাই, আমার খেলোয়াড়রা বিদেশে খেলুক। এটা আমার স্বপ্নের মধ্যে একটি। বাংলাদেশের খেলোয়াড়রা এশিয়া জুড়ে খেলবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছর নানা আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু করোনাভাইরাসের কারণে সেসব উদ্যোগ গেছে ভেস্তে। তবে নেপাল-বাংলাদেশের দুই ম্যাচের সিরিজ দিয়ে নিজেদের পরিকল্পনার কিছুটা হলেও বাস্তবায়ন করতে চায় বাফুফে। তাই ম্যাচগুলো উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকে।

দেশের কিংবদন্তি ফুটবলার সালাহউদ্দিন যোগ করেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই ম্যাচ দুটি আমরা জাতির জনককে উৎসর্গ করতে চাচ্ছি। আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল। চার-পাঁচটা আন্তর্জাতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা আর সম্ভব হয়নি।’

আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ। খেলাগুলোর ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

Comments