লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৪
লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে শহিদুন্নবী জুয়েল (৫০) কে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের পাটগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।
হত্যার ঘটনায় এ পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
গ্রেপ্তাকৃতরা হলেন- হাসানুজ্জামান (২৫), আব্দুর রহমান (২২), সোহেল রানা (২০) ও মাঈনুল হোসেন (২৬)। তাদের সবার বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাঈনুল হোসেনকে হত্যা মামলায় এবং অপর তিন জনকে পুলিশের কাজে বাঁধা ও হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ওসি ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তারকৃত ২৯ জন আসামির মধ্যে ১৩ জনকে হত্যা মামলায় একং ১৬ জনকে পুলিশ ও ইউনিয়ন পরিষদের করা দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়া হবে।
এদিকে, দুপুরে নিহত জুয়েলের দুই সন্তানের জন্য শিক্ষা সহায়তা হিসেবে বিশ হাজার টাকা দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। জুয়েলের দুই সন্তানের মধ্যে মেয়ে জেবা তাসনিয়া উচ্চ মাধ্যমিক দিয়েছে আর ছেলে তাশিকুল ইসলাম ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আরও পড়ুন-
লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৬
Comments