ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ স্ত্রী ও জামাতার
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়া না নেওয়া নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ট্রাম্প শিবির, এমনকি তার পরিবারের সদস্যরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও মেয়ের জামাই জারেড কুশনার পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিলেও লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে তার ছেলে।
আজ সোমবার ট্রাম্পের পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিএনএনে প্রকাশিত এক খবরে বলা হয়, প্রেসিডেন্টের জামাতা এবং জ্যৈষ্ঠ পরামর্শক জারেড কুশনার পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। সে সময় ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক নির্বাচন নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে তাদের মতামত জানান।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মুহূর্তে মুহূর্তে রং বদলানো নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে দেওয়া ভোটের হিসেবে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকেন। তবে, আগাম ভোট বা ডাকযোগে দেওয়া ভোট গণনা শুরু হলেই পাশার তাস উল্টে যায়। জয়ের দেখা পেয়ে যান ডেমোক্রেট প্রার্থী ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
শুরু থেকেই পরাজয় মেনে না নেওয়ার কথা বারবার বলে এসেছেন ট্রাম্প। এমনকি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়েও বারবার বলেছেন তিনি। শেষ পর্যন্ত ভোটের মাঠে তার পরাজয় নিশ্চিত হয়েছে এবং তিনি হেঁটেছেন আইনি পথে। এখন দেখার অপেক্ষা পরাজয় মেনে নেওয়ার ব্যাপারে তিনি তার স্ত্রী ও জামাতার পরামর্শ গ্রহণ করেন, নাকি ছেলেদের পরামর্শ অনুযায়ী নিজের কথায় অটল থাকেন।
আরও পড়ুন: আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট বাইডেন
আইনি লড়াইয়ের অর্থ সংগ্রহ করছেন ট্রাম্প, পরাজয় মানবেন না
ট্রাম্পের পরাজয়ের সংবাদে জনতা যখন উল্লাস করছিল, তিনি তখন গলফ খেলছিলেন
নির্বাচন শেষ হতে এখনও অনেক দেরি: ট্রাম্প
Comments