রাগান্বিত ইব্রা আর পেনাল্টি শট নিতে চান না

সেরা পাঁচ লিগে এখনও একমাত্র অপরাজিত দল ইতালির এসি মিলান। কিন্তু আগের দিন প্রায় হার দেখে ফেলেছিল দলটি। ম্যাচের শেষ মুহূর্তে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে অপরাজিত থাকার কীর্তি ধরে রাখে তারা। কিন্তু এমন গোলের পরও নিজের উপর রাগান্বিত ইব্রা। কারণ এদিন গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি মিস করেছেন এ সুইডিশ ফরোয়ার্ড।
zlatan ibrahimovic
ছবি: রয়টার্স

সেরা পাঁচ লিগে এখনও একমাত্র অপরাজিত দল ইতালির এসি মিলান। কিন্তু আগের দিন প্রায় হার দেখে ফেলেছিল দলটি। ম্যাচের শেষ মুহূর্তে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে অপরাজিত থাকার কীর্তি ধরে রাখে তারা। কিন্তু এমন গোলের পরও নিজের উপর রাগান্বিত ইব্রা। কারণ এদিন গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি মিস করেছেন এ সুইডিশ ফরোয়ার্ড।

সানসিরোতে আগের দিন হেলাস ভেরোনার সঙ্গে ম্যাচের ১৯ মিনিটেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে মিলান। ভেরোনার অ্যান্তনিন বারাকের গোলের পর তাদের একটি গোল উপহার দেন ডেভিড কালাব্রিয়া। যদিও জিয়ানজিয়াকোমো মাগনানির আত্মঘাতী গোলেই ব্যবধান কমায় মিলান। পরে সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।

অবশ্য ম্যাচের ৬৫তম মিনিটেই সমতায় ফিরতে পারতো মিলান। পেনাল্টি পেয়েছিল দলটি। ডি-বক্সের মধ্যে ফ্র্যাঙ্কি কেসিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ইব্রাহিমোভিচের স্পটকিক বারপোষ্টের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও শেষ পর্যন্ত তার হেডারেই হার এড়ায় দলটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ সুইডিশ তারকা বলেন, 'আমি খুবই রাগান্বিত। অবশ্যই। কারণ আজকের ড্রটা মেনে নেওয়া যায় না। আমি অনেক অনেক সুযোগ তৈরি করেছি। আমি একটি পেনাল্টিও মিস করেছি এবং আমি ভাবছি আমি এ কাজটা আর করব না। এর পরের (পেনাল্টি) শটটি নেবে কেসি। এটাই হয়তো ভালো হবে।'

চলতি মৌসুমে এ নিয়ে পাঁচটি পেনাল্টি শট নিয়েছেন ইব্রাহিমোভিচ। যার তিনটিই মিস করেছেন তিনি। এরমধ্যে শেষ দুটি টানা মিস করলেন এ তারকা।

Comments

The Daily Star  | English
VIP movements in Dhaka

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

15h ago