লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি আবুল
পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোনে আলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে আবুলকে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালতের বিচারক বেগম ফেরদৌসী বেগম রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা লালমনিরহাট ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি আবুল হোসেনকে গত ৭ নভেম্বর ভোরে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বুড়িমারীর ওই ঘটনার পর থেকে আবুল বাড়ি থেকে পলাতক ছিলেন।
তিনি বলেন, ‘আজ ভোরে পাটগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম ও সুজন ইসলামকে দুপুরে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আরও পড়ুন:
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার, ৩ জনের দায় স্বীকার
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৪
লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৬
জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার আরও ৫
কোরআন অবমাননার প্রমাণ পায়নি মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি
Comments