জর্জিয়ায় জয় পেলে পৃথিবী বদলে দেওয়া হবে: ডেমোক্র্যাট সিনেট নেতা
নির্বাচনে জো বাইডেন প্রসিডেন্ট নির্বাচিত হলেও যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটরা এখনো সংখ্যালঘু। কিন্তু জর্জিয়ায় ডেমোক্র্যাটরা জিতে গেলে ক্ষমতার এই ভারসাম্য বদলে যাবে। একে ইঙ্গিত করে সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার বলেছেন, জর্জিয়ায় জয় পেলে তারা বিশ্বকে বদলে দেবেন।
ফক্স নিউজ জানায়, চাক শুমারের এই বক্তব্যকেই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা। চাক শুমার নিউ ইয়র্কে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ন্যাশনাল রিপাবলিকান সিনেটরিয়াল কমিটি একটি বিজ্ঞাপন তৈরি করেছে যেখানে ডেমোক্র্যাট দলের সমাজতান্ত্রিক অভিপ্রায়ের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
গত ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৭০ ছাড়ালেও জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলের ওপর এখন নির্ভর করছে সিনেটে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে। ওখান এখন পর্যন্ত যা ভোট গণনা হয়েছে তাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের পরক্ষেই ভোট পড়েছে ৪৮ শতাংশ করে। মাত্র ১০ হাজারের মতো ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। কিন্তু জর্জিয়ার আইন অনুযায়ী সেখান থেকে আইনসভার সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম ৫০ শতাংশ ভোট পেতে হবে।
Comments