নটরাজনের ইয়র্কার মারার দক্ষতায় মুগ্ধ পাঠান
গতি জুতসই। বাঁহাতি পেসার হওয়ার কারণে আছে অ্যাঙ্গেলে বাড়তি সুবিধা। তবে থাঙ্গারসু নটরাজন স্পেশাল তার টানা ইয়র্কার মারার দক্ষতায়। এবার আইপিএলে সবচেয়ে বেশি ইয়র্কার করা এই বোলার ডাক পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলেও। সাবেক পেসার ইরফান পাঠানো মুগ্ধ নবীন এই পেসারের দক্ষতায়।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তামিল নাড়ুর পেসার ১৬ ম্যাচে নেন ১৬ উইকেট। ওভারপ্রতি রান দেন ৮.০২ করে। তবে বিশেষ করে ডেথ ওভারে সবার চোখ নিজের দিকে টেনেছেন নটরাজন। ওভারের বেশিরভাগ বলই ইয়র্কার লেন্থে ফেলে ব্যাটসম্যানকে আটকে রাখার কাজটা করেছেন দারুণভাবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যেমন দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শেষ ওভারে যেমন সবগুলো বলই করেন ইয়র্কার। যা থেকে দুই লেগবাইসহ ৭ রানের বেশি বের করতে পারেননি ব্যাটসম্যানরা। টুর্নামেন্টে এমন দৃশ্য দেখা গেছে একাধিকবার। এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এবিডি ভিলিয়ার্সসহ গুরুত্বপূর্ণ দুই উইকেটও নেনে ইয়র্কারের মুন্সিয়ানায়।
এরপরই নটরাজনকে নিয়ে টুইট করেন ভারতের সাবেক আরেক বাঁহাতি পেসার ইরফান। তার মতে এমন দক্ষতা আন্তর্জাতিক ক্রিকেট না খেলা আর কারও মধ্যে পাননি তিনি, ‘ অভিষেকের অপেক্ষায় থাকা কোন পেসারকে এত নিখুঁত টানা ইয়র্কার মারতে কখনই দেখেছি। যা আইপিএলে দেখিয়েছে নটরাজন।’
কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী চোটে ছিটকে পড়ায় তার জায়গায় অস্ট্রেলিয়া সফরে দলে টি-টোয়েন্টি দলেও ডাক এসেছে এই পেসারের। পাঠান এই বাঁহাতিকে নিয়ে আশাবাদী, ‘কঠোর পরিশ্রম করে যাও, আশা হারিওনা কখনো। প্রথমবার ভারত দলে ডাক পাওয়ায় তোমাকে অভিবাদন নটরাজন।’
Comments