'বিশ্বকাপ ফাইনালের পর আইপিএলের ফাইনালই সবচেয়ে বড়'

আরও একটি ফাইনালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। আরও একটি ফাইনালে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় কাইরন পোলার্ড। দলটির সফলতার সবসময়ের সঙ্গী এ ক্যারিবিয়ান তাই খুব ভালো করে জানেন আইপিএলের ফাইনালের উত্তাপ। তার দৃষ্টিতে বিশ্বকাপ ফাইনালের পর এ আসরের ফাইনালও সবচেয়ে বড়।
kieron pollard
কিয়েরন পোলার্ড। ছবি: এএফপি

আরও একটি ফাইনালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। আরও একটি ফাইনালে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় কাইরন পোলার্ড। দলটির সফলতার সবসময়ের সঙ্গী এ ক্যারিবিয়ান তাই খুব ভালো করে জানেন আইপিএলের ফাইনালের উত্তাপ। তার দৃষ্টিতে বিশ্বকাপ ফাইনালের পর এ আসরের ফাইনালও সবচেয়ে বড়।

আজ মঙ্গলবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামছে মুম্বাই। ফাইনালের ম্যাচে মাঠে দর্শক ঢোকার অনুমতি না থাকলেও দারুণ একটি ফাইনাল হবে বলেই মনে করেন পোলার্ড, 'স্পষ্টতই, এই ফাইনালে কোনও দর্শক থাকছে না, তবে এর বিশালতা উপভোগ করুন। এটা আইপিএলের ফাইনাল। বিশ্বকাপ ফাইনালের পর এটাই সবচেয়ে বড় জিনিস।'

'একটি ফাইনালে, খেলার নামই চাপ। প্রত্যেকেই সেই চাপ নেয়। আপনি জয়লাভ করতে চান এবং কোনো ভুল না করে। তবে দিন শেষে আপনাকে ফাইনালটিকে একটি স্বাভাবিক ম্যাচ হিসাবে গ্রহণ করার চেষ্টা করতে হবে। শুধু সেখানে যেতে হবে, নিজেকে এবং পরিবেশ উপভোগ করতে হবে।' - মুম্বাই ইন্ডিয়ান্সের টুইটারে এমনটাই বলেন পোলার্ড।

আইপিএলে এর আগে চারবার শিরোপা জিতেছে মুম্বাই। ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালের পর গত মৌসুমেও শিরোপা গিয়েছিল তাদের ঘরেই। অন্যদিকে শিরোপা জয় তো দূরের কথা এ আসরে এবারই প্রথম ফাইনাল খেলছে দিল্লি ক্যাপিটালস। এ দলটিকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়েই ফাইনালে ওঠে মুম্বাই।   

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

8h ago