করোনায় আক্রান্ত মুমিনুলও

শরীরে হালকা জ্বর নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান
Mominul Haque
ছবি: বিসিবি

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর টেস্ট অধিনায়ক মুমিনুল হকও করোনায় আক্রান্ত হয়েছেন। হালকা উপসর্গ থাকায় সোমবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

মুমিনুলের করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান কোভিড-১৯ পজিটিভ হলেও এই ক্রিকেটার সুস্থ আছেন, ‘মুমিনুল পজিটিভ এসেছে, তবে তার উপসর্গ খুবই মৃদু। এমনিতে সে সুস্থ আছে।’

শরীরে হালকা জ্বর নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এর আগে গত রোববার মাহমুদউল্লাহ করোনা আক্রান্ত হন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার ডাক পেয়েছিলেন তিনি। সেজন্য রুটিন চেকআপ করতে গিয়ে দেখেন তার কোভিড-১৯ পজিটিভ। এতে পিএসএল খেলা ভেস্তে যায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের।

চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। করোনা আক্রান্ত হওয়ায় এই দুই ক্রিকেটারকে টুর্নামেন্টের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Comments

The Daily Star  | English

Keep up your efforts to build a ‘dignified, unique’ Bangladesh: Yunus urges students

Chief Adviser Professor Muhammad Yunus today urged students to keep up their efforts to build Bangladesh as a "dignified and unique" country

6m ago