করোনা ভ্যাকসিনের সংবাদে ২৯ বছরের রেকর্ড ভাঙল জাপানের পুঁজিবাজার

করোনা ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর— এমন সংবাদের পর চাঙা হয়েছে জাপানের পুঁজিবাজার।
আজ মঙ্গলবার দেশটির পুঁজিবাজার নিকেই স্টক অ্যাভারেজ গত ২৯ বছরের রেকর্ড ভেঙে ২৫ হাজারের মাইলফলক ছোঁয়।
দ্য জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আজ সকালে লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে পুঁজিবাজার গতকালকের তুলনায় ৩৬৬ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে যায়।
এরপর সূচক দাঁড়ায় ২৫ হাজার ২৭৯ দশমিক ৯৪ পয়েন্ট। ১৯৯১ সালের পর এই প্রথম জাপানের পুঁজিবাজার এতোটা চাঙা হলো।
ওকাসান অনলাইন সিকিউরিটিসের এক মন্তব্যে বলা হয়, ‘ফাইজার, বায়োএনটেকের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর— এমন সংবাদের পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের দর বাড়তে শুরু করে। এরপর, চাঙা হতে থাকে জাপানের পুঁজিবাজার।’
‘ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ার পর এটি একটি বড় সংবাদ’ বলেও মন্তব্য করা হয়।
আরও পড়ুন:
Comments