মুন্সিগঞ্জে মাস্ক না পরা ৭০ জনকে জরিমানা
বাড়ির বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭০ জনকে জরিমানা করেছে। মাস্ক ছাড়া বাইরে না যাওয়ার ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
আজ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরাতন বাসস্ট্যান্ড ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনের সড়কে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, শীতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকায় সবার মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। যাদের মাস্ক ছিল না তাদের সচেতন করা হয়েছে। বিতরণ করা হয়েছে শতাধিক মাস্ক। জরিমানা করা হয়েছে ৫ হাজার ৭৫০ টাকা। অভিযান অব্যাহত থাকবে।
Comments