জরুরি প্রয়োজনে ট্রাম্পের করোনার ওষুধ ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্রে

ছবি: এপি

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জরুরি প্রয়োজনে কোভিড-১৯ চিকিৎসায় ওষুধ হিসেবে অ্যান্টিবডি থেরাপির অনুমতি দিয়েছে। গত অক্টোবরের করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় অনুরূপ ওষুধ ব্যবহার করা হয়েছিল।

এফডিএ গত সোমবার ১২ বছর বা তার বেশি বয়সীদের মৃদু বা মাঝারি উপসর্গের জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘ইলি লিলি’র তৈরি এই ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়। বিশেষজ্ঞরা বলছেন, সুলভ করোনা ভ্যাকসিন না পাওয়া যাওয়া পর্যন্ত এই চিকিত্সা পদ্ধতি ব্যবহার হতে পারে।

বার্তা সংস্থা এপি জানায়, ওষুধটি কতটুকু নিরাপদ ও কার্যকর তা নিয়ে এখনও পরীক্ষা চলছে। তবে, গত মাসে ট্রাম্প সংক্রমিত হওয়ার পর তাকেও একই ধরনের চিকিৎসা দেওয়া হয়েছিল।

বামলানিভিমাব নামের এই ওষুধ পরীক্ষার প্রাথমিক ফলাফল থেকে জানা যায়, কোভিড-১৯ নিরাময়ে এটি বেশ দ্রুত কাজ করে এবং মৃদু ও মাঝারি মাত্রায় আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। তবে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে এটি তেমন কাজ করে না।

যুক্তরাষ্ট্র সরকার এই ওষুধ কেনার ব্যাপারে ইলি লিলির সঙ্গে চুক্তি করেছিল।

কোভিড-১৯ এর চিকিৎসায় এর আগে কেবল রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। তবে গুরুতর অসুস্থ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে ডেক্সামেথেসোনসহ অন্য কিছু স্টেরয়েড ব্যবহারের অনুমতিও আছে।

এর বাইরে কোভিড-১৯ এর চিকিৎসায় আরেকটি অনুমোদিত চিকিত্সা পদ্ধতি হচ্ছে কনভ্যালসেন্টস প্লাজমা বা সুস্থ হয়ে ওঠা রোগীদের রক্তরস ব্যবহার। তবে, কোনো পর্যবেক্ষণেই একে খুব বেশি কার্যকর বলে এখনও প্রমাণ পাওয়া যায়নি।

ট্রাম্প অসুস্থ থাকাকালীন, তাকে রেজেনারোন ফার্মাসিউটিক্যালসের একটি পরীক্ষাধীন অ্যান্টিবডি ওষুধ দেওয়া হয়েছিল। এই প্রতিষ্ঠানটিও তাদের ওষুধ জরুরি প্রয়োজনে অনুমোদনের জন্য আবেদন করেছে।

Comments

The Daily Star  | English

BNP hails AL ban, urges speedy trials

Fakhrul seeks election roadmap, citing public frustration over the lack of democratic process

42m ago