কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত ২
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগগ্যা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন। নিহত দুই জন হলেন— সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালের দিকে রাজস্থলী উপজেলা থেকে কাপ্তাই উপজেলার ওয়াগগ্যা এলাকার গর্জনিয়া গ্রামে ধনঞ্জয়ের বাড়িতে বেড়াতে যান সুভাষ। আজ ভোররাত ৩টার দিকে ধনঞ্জয়ের বাড়িতে গিয়ে একদল দুর্বৃত্ত দরজা খুলতে বলেন। দরজা খোলার পর তারা বাড়ির মালিক ধনঞ্জয় ও সুভাষকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তারা দুই জন মারা যান।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ‘আজ ভোরে এ ঘটনা ঘড়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে একটি টিম গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি।’
Comments