আবার তানজিদের ফিফটি, উত্তাল শামীম, পারভেজদের ব্যাট
প্রথম টি-টোয়েন্টিতে ঝড় তুলেছিলেন। প্রস্তুতি মূলক দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই রূপে পাওয়া গেল তানজিদ হাসান তামিমকে। আবারও ফিফটি করেছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে দিয়েছেন সেরা ছন্দের আভাস। রান তাড়ায় তার সঙ্গে নেমে মাত্র ১৩ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন। এর আগে শামীম পাটোয়ারি দলকে বড় সংগ্রহ পাইয়ে দিতে তুলেছেন ঝড়।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এইচপি দলের প্রস্তুতি ম্যাচে তানজিদের ফিফটিতে ‘টিম-এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে ‘টিম-বি’ দল।
আগে ব্যাট করে নাঈম শেখ আর শাহাদাত হোসনের দুই মাঝারি ইনিংসের পর শামীম পাটোয়ারির ঝড়ে ১৮০ রান করেছিল টিম-এ। ৭ বল আগে ওই রান পেরিয়ে যায় টিম-বি। দলকে জেতাতে ৫১ বলে ৪ বাউন্ডারি, ৩ ছক্কায় ৬৬ রান করেন তানজিদ। তার ওপেনিং সঙ্গী পারভেজ ছিলেন বিস্ফোরক ভূমিকায়। মাত্র ১৩ বলে ৫ ছক্কা, ৩ চারে ৪০ করে ফেলেন তিনি।
এই দুজন আউট হওয়ার পর মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩৪ রান। আকবর আলি অপরাজিত থাকেন ৯ বলে ১৫ রানে।
এর আগে নাঈম শেখ, শাহাদাত মিলে টিম-এ দলকে ভাল শুরু এনে দেন। নাঈম ৩৬ বলে ৪৬ আর শাহাদাত ২৭ বলে ৪২ করে আউট হন। তবে তাদের রান বড় সংগ্রহে যায় মূলত শামীম পাটোয়ারির ঝড়ে। এই অলরাউন্ডার মাত্র ১৪ বলে করেন ৩৪ রান, মৃত্যুঞ্জয় চৌধুরী ১৯ বলে করেন ২৩।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটের আগে নিজেদের টি-টোয়েন্টি সামর্থ্যের ভালো জানান দিলেন এই তরুণরা।
Comments