কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু

রাঙ্গামাটি শহরের কেরানী পাহাড় এলাকার কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে শহরের কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামে বন বিভাগের বন সংরক্ষক (রাঙ্গামাটি সার্কেল) সুবেদার ইসলামের ছেলে অংকন (১৫) ও তার বন্ধু মোস্তাক (১৬)। হঠাৎ তারা দুজনই তলিয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুজনকে উদ্ধার করে। এরপর তাদের হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আকবর দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে আনার আগেই ছেলে দুটির মৃত্যু হয়েছে।
Comments