চট্টগ্রামে ছাড়পত্রহীন তামাক কারখানায় পরিবেশ অধিদপ্তরের তালা
বারবার তাগাদা দেওয়ার পরও ছাড়পত্র সংগ্রহ না করায় চট্টগ্রামে একটি তামাক কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রামের (মেট্রো) পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরীর নেতৃত্বে একটি দল দুপুরে চান্দগাও শিল্প এলাকায় অভিযান চালিয়ে ইন্টারন্যাশনাল ট্যোবাকো ইন্ডাস্ট্রিজের বিদ্যুত, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেয়।
নুরুল্লাহ নূরী দ্য ডেইলি স্টারকে বলেন, ছাড়পত্র না থাকায় সেপ্টেম্বরে তামাক কারখানাটিকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ছাড়পত্র না নেওয়া পর্যন্ত কারখানায় উৎপাদন রাখতে বলা হয়েছিল।
‘এই নির্দেশ অমান্য করে তারা কারখানার উৎপাদন অব্যাহত রেখেছিল। এই অপরাধে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে’, তিনি বলেন।
কারখানার ব্যবস্থাপক এহছানুল আজমকে এ বিষয়ে জানতে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
Comments