প্রেসিডেন্ট পদ রক্ষায় মরিয়া ট্রাম্প, ভাবনায় নেই করোনা
প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং উপদেষ্টারা তাদের সব শক্তি দিয়ে প্রেসিডেন্ট পদ রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু, নির্বাচন শেষেও করোনা মহামারি নিয়ন্ত্রণে কোনো ভাবনা নেই ট্রাম্পের।
আজ বৃহস্পতিবার সিএনএনের এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে এমনই দাবি করা হয়।
সিএনএন জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রতিটি নির্বাচনী সমাবেশে ভবিষ্যদ্বাণী করেছিলেন, নির্বাচনের পরের দিন থেকে মিডিয়া করোনভাইরাস মহামারি নিয়ে কথা বলা বন্ধ করে দেবে। কিন্তু নির্বাচন শেষে দেখা যাচ্ছে, ট্রাম্প ছাড়া আর কেউ এই মহামারিকে উপেক্ষা করছে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সবচেয়ে সংকটময় সময় পার করছে যুক্তরাষ্ট্র। তবে, এক সপ্তাহ আগে ভিত্তিহীনভাবে নির্বাচনে চুরির অভিযোগ করার পর থেকে ট্রাম্পকে আর ক্যামেরার সামনে কথা বলতে দেখা যায়নি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তিনি পরামর্শদাতাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। কিন্তু, নিয়ন্ত্রণের বাইরে যাওয়া দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কোনো পরিকল্পনা করছেন না। বরং, নির্বাচনে পরাজিত ঘোষিত প্রেসিডেন্ট ট্রাম্প এখনো জয়লাভের পথ খুঁজছেন। এমনকি তিনি ভোট জালিয়াতি নিয়ে বিভ্রান্তিকর টুইট পোস্ট করছেন।
এটি নেতৃত্বের ব্যর্থতা, বিশেষ করে করোনা সংকট এবং পরবর্তীকালের অর্থনৈতিক অস্থিরতা। এমনকি এই ভাইরাসকে উপেক্ষা করে তিনি বার বার ভবিষ্যদ্বাণী করেছিলেন, করোনাভাইরাস চলে যাবে।
নির্বাচনের আগে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস সিএনএন সতর্ক করেছিলেন, এই মহামারি হয়তো নিয়ন্ত্রণে রাখা যাবে না।
এখন নির্বাচন শেষ হয়েছে। তবুও, ট্রাম্পকে আগের চেয়ে আরও অসতর্ক বলে মনে হচ্ছে।
Comments