অনিবন্ধিত অভিবাসী: দুই পরিকল্পনা বাস্তবায়ন করবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের বিষয়ে আগামী ১৬ নভেম্বর থেকে দুটি পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন। আজ বৃহস্পতিবার এশিয়া নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুটি পরিকল্পনার একটি হচ্ছে, তাদের আইনি প্রক্রিয়ায় নিয়োগদানের মাধ্যমে সেদেশে বৈধ অবস্থান। অপরটি, স্বেচ্ছায় ১৬ নভেম্বর থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো, যা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে।
মালয়েশিয়া সরকার এই প্রত্যাবাসন ও শ্রম পুনরুদ্ধার পরিকল্পনার জন্য প্রস্তাবিত পরিকল্পনায় সম্মতি দিয়েছে বলে হামজা গত ২১ অক্টোবর জানিয়েছিলেন।
প্রত্যাবাসন পরিকল্পনার আওতায় অনিবন্ধিত অভিবাসীরা শর্ত সাপেক্ষে তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এই পরিকল্পনা বাস্তবায়নে কোন অতিরিক্ত ফি প্রয়োজন হবে না এবং সরকারি সংস্থাগুলোর মাধ্যমে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন বলেন, 'অভিবাসী ও নিয়োগকারীরা যেই পরিকল্পনার সঙ্গে যেতে চাইবে, তাদের সরাসরি ইমিগ্রেশন বিভাগ এবং পেনিন্সুলার মালয়েশিয়া লেবার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।'
তবে, অনিবন্ধিত অভিবাসীদের কর্মসংস্থানের ফলে স্থানীয়দের চাকরি হারানোর ঝুঁকি থাকবে না বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, 'বর্তমানে স্থানীয় ও বিদেশী কর্মীদের অনুপাতের বিষয়ে যে নীতি আছে, তার ভিত্তিতে স্থানীয়দের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। সে অনুযায়ী, সব ধরনের কর্মক্ষেত্রে শূন্যপদ পূরণের জন্য স্থানীয়দের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে।'
Comments