ইউরোর ২৪ দল চূড়ান্ত

২৪ বছর পর স্কটল্যান্ড, প্রথমবার উত্তর মেসিডোনিয়া

macedonia
ছবি: টুইটার

মূল বাছাইপর্ব পেরিয়ে ২০ দল তাদের জায়গা পাকা করেছিল অনেক আগেই। খালি ছিল চারটি স্থান। উয়েফা নেশন্স লিগের চারটি স্তরের প্লে-অফে জিতে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকেট পেয়েছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্কটল্যান্ড ও উত্তর মেসিডোনিয়া।

করোনাভাইরাসের কারণে চলতি বছর মাঠ গড়াতে পারেনি ইউরো ২০২০। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী ২০২১ সালের জুন-জুলাইয়ে। বৃহস্পতিবার রাতে চারটি দলের জয়ে চূড়ান্ত হয়েছে আসরের ছয়টি গ্রুপ।

নতুন আঙ্গিকের বাছাইপর্বে কপাল খুলেছে স্কটল্যান্ডের। ২৪ বছর পর ফের ইউরোতে নাম লিখিয়েছে তারা। ‘সি’ লিগের প্লে-অফে সার্বিয়ার সঙ্গে তাদের ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিটেও আসেনি ফল। লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে স্বাগতিকদের ৫-৪ গোলে হারিয়ে মূল পর্বে পা রাখে স্কটিশরা। 

‘ডি’ লিগের প্লে-অফে জর্জিয়াকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে উত্তর মেসিডোনিয়া। প্রথমবারের মতো কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে তারা। দলটির হয়ে জয়সূচক গোলটি করেন গোরান পানদেভ।

পিছিয়ে পড়েও ‘এ’ লিগের প্লে-অফে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে হাঙ্গেরি। অতিরিক্ত সময়ে গড়ানো ‘বি’ লিগের প্লে-অফে একই স্কোরলাইনে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে স্লোভাকিয়া।

উল্লেখ্য, আগামী ইউরোতে নির্দিষ্ট করে কোনো স্বাগতিক দেশ থাকছে না। ইউরোপের ১২ দেশের ১২ শহরে বসবে প্রতিযোগিতার ষোড়শ আসর।

২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ:

গ্রুপ ‘এ’: ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, ওয়েলস

গ্রুপ ‘বি’: বেলজিয়াম, রাশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড

গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, উত্তর মেসিডোনিয়া

গ্রুপ ‘ডি’: চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড

গ্রুপ ‘ই’: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া

গ্রুপ ‘এফ’: ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, হাঙ্গেরি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago