দ্বিতীয় দফা পরীক্ষাতেও কোভিড-১৯ পজিটিভ সালাহ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মিশরের রাজা খ্যাত লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ। প্রথম দফা পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় দফাতেও ফল পজিটিভ এসেছে।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিশর ফুটবল ফেডারেশন (ইএফএ)। তারা বলেছে, ‘মিশর জাতীয় দল ও লিভারপুল তারকা মোহামেদ সালাহর দ্বিতীয় দফা কোভিড-১৯ পরীক্ষার পর ফল পজিটিভ এসেছে।’
ইএফএ আরও জানিয়েছে, ২৮ বছর বয়সী এই ফুটবলারের শরীরে রোগের কোনো উপসর্গ নেই। তিনি সেলফ আইসোলেশনে আছেন। প্রথম দফা পরীক্ষায় দলের বাকিদের ফল নেগেটিভ এসেছে।
মিশরের জার্সিতে আসন্ন দুটি ম্যাচে খেলা হচ্ছে না সালাহর। আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে আগামী চার দিনের মধ্যে দুবার টোগোর মুখোমুখি হবে দলটি।
সঙ্গত কারণে লিভারপুলের পরের ম্যাচেও থাকছেন না সালাহ। আগামী ২৩ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মুখোমুখি হবে অলরেডসরা। তিন দিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইয়ুর্গেন ক্লপের দলের প্রতিপক্ষ আতালান্তা। ওই ম্যাচেও সালাহর খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।
চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন সালাহ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দশটি। এর মধ্যে আটটি এসেছে প্রিমিয়ার লিগে।
Comments