বরিশাল কারাগারে আসামির মৃত্যু: প্রধান রক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, সাময়িক বরখাস্ত ১
বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসামি হানিফ খলিফা (৪০) এর মৃত্যুতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক রক্ষীকে সাময়িক বরখাস্ত ও প্রধান রক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
জেল সুপারেনটেনডেন্ট প্রশান্ত কুমার বণিক জানান, বরখাস্ত হওয়া কারারক্ষী মো. কাউসার হোসেন জেল হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে দায়িত্বে ছিলেন এবং কারাগারের প্রধান রক্ষী আনছার আলী মন্ডলের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
আজ শনিবার ভোরে কারাগারের হাসপাতালের শৌচাগার থেকে হানিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
প্রশান্ত কুমার বণিক জানান, বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর হানিফ খলিফার বিরুদ্ধে মামলা হয়। তিনি গত ১ অক্টোবর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। ডিএনএ টেস্টের জন্য তাকে কারাগারের বাহিরে নেওয়া হয়েছিল গত ৯ নভেম্বর। কারাগারে ফিরলে তাকে ৯ নভেম্বর থেকে জেল হাসপাতালে কোয়ারিন্টিনে রাখা হয়।
জেল সুপারেটেনডেন্ট জানান, হানিফ =কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। সকালে তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে জানা যাবে মৃত্যুর কারণ।
Comments