বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

উদ্বোধনী দিনে মুখোমুখি মুশফিক-শান্ত, সাকিব-তামিম

bangabandhu-t20-cup-logo

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশিত হয়েছে। আসরের উদ্বোধনী দিনে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের আরেক ম্যাচে সাকিব আল হাসানের জেমকন খুলনা লড়বে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে।

শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিযোগিতাটি মাঠে গড়াবে আগামী ২৪ নভেম্বর। প্রায় এক মাসের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। সবমিলিয়ে ম্যাচের সংখ্যা ২৪টি। সবগুলো ম্যাচের ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।

প্রাথমিক পর্বে ম্যাচ হবে ২০টি। প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে দুবার করে। প্রাথমিক পর্বে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। যেদিন খেলা থাকবে তার পরদিন ক্রিকেটারদের বিশ্রামের জন্য ফাঁকা রাখা রয়েছে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দুটি হবে ১৪ ডিসেম্বর। পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ার। দুদিন পর শিরোপার লড়াই উপভোগ করবে ভক্ত-সমর্থকরা। অন্যান্য ম্যাচে না থাকলেও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

সাধারণত দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায়। শুক্রবার থাকছে ব্যতিক্রম। দুপুর দুইটায় প্রথম ম্যাচ আর সন্ধ্যা সাতটায় হবে দ্বিতীয় ম্যাচ। প্রাথমিক পর্বে প্রতিটি দল দুপুরে ও সন্ধ্যায় সমান চারটি করে ম্যাচ খেলবে।

আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছে নতুন এই ঘরোয়া টি-টোয়েন্টি আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রতিটি দল ১৬ জন করে মোট ৮০ ক্রিকেটারকে বেছে নিয়েছে। প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে খুলনা। আর সবচেয়ে কম খরচে দল বানিয়েছে রাজশাহী।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল:

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন সিনিয়র, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।

গাজি গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান (অনূর্ধ্ব-১৯ পেসার)।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানবির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago